তৈরী করে ফেলুন নিজের একটি টেলিগ্রাম বোট – পর্ব ১ || How To Create Telegram Bot Bangla Tutorial

বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টেলিগ্রামে নিজের একটি বোট তৈরী করবেন এবং সেটাকে একটি আর্নিং বোটে বা অন্যান্য যেকোনো কাজে ব্যবহার করবেন।

.

আমি টেলিগ্রাম বোট তৈরীর বা যতো রকম কোড বা স্ক্রিপ্ট রয়েছে সবগুলো আমার ইউটিউব চ্যানেল এবং এই সাইটে শেয়ার করবো। সো সবাই সবসময় ফলো করবেন সাইট এবং চ্যানেল। তো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…..

.

বোট তৈরী

  • প্রথমেই আপনারা টেলিগ্রাম অ্যাপটি অপেন করুন। এবং সার্চ বারে ক্লিক করুন
  • সার্চ বারে ক্লিক করে সার্চ করুন @BotFather
  • তারপর বোটটি অপেন করুন এবং Start বাটনে ক্লিক করুন।
  • তারপর আপনারা Add New Bot অপশনে ক্লিক করুন।
  • তারপর আপনার বোটের নাম দিন। আপনি যে নামে বোট বানাবেন।
  • তারপর বোটের জন্য একটি ইউজার নাম সেট করুন। তবে মনে রাখবেন ইউজার নাম যেটাই দিন নামের শেষে Bot লেখতেই হবে।
  • আপনার বোট কমপ্লিট। এভাবেই আপনারা বোট তৈরী করতে পারবেন। এখন আপনারা একটি Code পাবেন। সেটা কপি করে সেব করে রাখুন কোথাও।

.

 বোট সিম্পল সিটিংস

  • প্রথমেই সবার উপরে চলে যান এবং দেখুন লেখা আছে My Bots সেটাতে ক্লিক করুন অথবা আপনি /mybots লিখে মেসেজও করতে পারেন।
  • তারপর আপনার বোট টির নাম দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন।
  • তারপর আপনারা বোটের সিটিংস সহো সব তথ্য দেখতে পারবেন।  সো এখন Edit Bot এ ক্লিক করুন।
  • তারপর আপনারা যা চেন্জ করবেন সেটাতে ক্লিক দিবেন। আমি পিক সেট করবো। সো BotPic এ ক্লিক দিলাম।
  • তারপর আপনি পিকটা সেন্ড করে দিবেন।ব্যাস দেখুন পিক চেন্জ হয়ে গেছে। এভাবে আপনারা সিম্পলি কাষ্টমাইজ করতে পারবেন যেকোনো বোট।

.

বাটন যুক্ত করা

  • আপনার বোটে বাটন যুক্ত করতে চাইলে আপনার সার্চ বারে ক্লিক করে সার্চ করুন MenuBuilderBot লিখে। তারপর বোটটিতে ক্লিক করুন।
  • তারপর Start বাটনে ক্লিক করুন।
  • তারপর আইকনে ক্লিক করে Manage Bots অপশনে ক্লিক করুন
  • তারপর Add Menu Bot অপশনে ক্লিক করুন।
  • তারপর প্রথমে BotFather থেকে যে কোডটি কপি করেছিলেন সেটা আবার কপি করে নিন এবং এখানে পেস্ট করে সেন্ড করে দিন।
  • দেখুন বটনস অ্যাড হয়ে গেছে। এখন বোটের নামে ক্লিক করুন।
  • তারপর Start এ ক্লিক করুন।
  • তারপর দেখুন আপনার বোটে এখন ম্যানু বাটন অ্যাড হয়ে গেছে। আপনি এখানে যেকোনো ধরনের বাটনস লাগাতে পারবেন।

.

পরবর্তী পর্বঃ বোটে কিভাবে নতুন বাটন তৈরী করবেন এবং সেটা সেটআপ করবেন।

ভিডিওটি দেখতে পারেন

https://youtu.be/FlsX3VdHDek

⚠ তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ। 

এরকম আরো টেক রিলেটেড হেল্প এবং আপডেট সবার আগে পেতে গ্রুপে জয়েন হতে পারেন।

The post তৈরী করে ফেলুন নিজের একটি টেলিগ্রাম বোট – পর্ব ১ || How To Create Telegram Bot Bangla Tutorial appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/35JG6k7
إرسال تعليق (0)
أحدث أقدم