প্রতি মিনিটে চেঞ্জ হবে আপনারর ফোনের পাসওয়ার্ড [Hot Post]

আজকে একটি অসাধারন Android স্কিন লক অ্যাপ নিয়ে হাজির হয়েছি। মূলত অ্যাপটির সবথেকে ভালো ফিচার হলো এটাই যে আপনার ফোনের স্কিন লকের পাসওয়ার্ড প্রতি মিনিটে মিনিটে পরিবর্তন হবে। শুধু মাত্র আপনি ছাড়া অন্য কেউ এই লক খুলতে পারবেনা। মূলত অ্যাপটি হয়তো অনেকে ব্যাবহার করেছেন বা জানেন বাট ট্রিকনাও তে এটা নিয়ে কোনো পোষ্ট নাই। যার জন্য পোষ্টটি শেয়ার করলাম। তো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…



===অ্যাপ ইনফরমেশন===

  • প্রথমেই অ্যাপটি ইনস্টল করে নিন

  • তারপর অ্যাপটি অপেন করে পারমিশন দিন & Enable On করে দিন তারপর আবার পারমিশন চাইলে দিয়ে দিন

  • তারপর রিকোবারি অপশন থেকে কিছু একটা সিলেক্ট করে দিন যেনো পরে পিন খুলতে না পারলে এটার মাধ্যমে খুলতে পারেন

  • তারপর Security Type এ ক্লিক করুন

  • তারপর যেকোনো একটা সিলেক্ট করুন। তবে Current Time সিলেক্ট করাই সবথেকে বেশি ভালো

  • তারপর আর কিছু করতে হবেনা। আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। তো এখন জেনে নিন কিভাবে আপনি লক খুলবেন। মূলত আপনার যখন লক খুলতে যাবেন ঠিক তখন আপনার ফোনে যে সময় থাকবে সেটাই আপনার পাসওয়ার্ড হবে। যেমন ধরুনঃ এখন বাজে ০৭ টা ০২ মিনিট। সো আমি যদি এখন লক খুলতে যায় তাহলে আমাকে লিখতে হবে 0702


ঠিক এভাবেই লক খুলতে হবে আপনাকেও। সো এভাবে প্রতি মিনিটেই পাসওয়ার্ড চেন্জ হতে থাকবে। এতে কেউ একবার পাসওয়ার্ড জানলেও এর পরের বার সেটা দিয়ে আর লক খুলতে পারবেনা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ

The post প্রতি মিনিটে চেঞ্জ হবে আপনারর ফোনের পাসওয়ার্ড [Hot Post] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2qzFvBq
إرسال تعليق (0)
أحدث أقدم