
নয়াদিল্লি: বিশ্বজুড়ে নোভেল করোনা আতঙ্ক ক্রমেই বাড়ছে। রেহাই নেই ভারতবর্ষেরও। ইতিমধ্যে ভারতে করোনা ভাইরাসে ১০৮ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তার পাশপাশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন রাস্তাঘাটে বেরোলে মাস্ক ব্যবহার করতে। এই অবস্থায় বিখ্যাত শিল্পপতি আনন্দ মহিন্দ্রা নিজের সোশ্যাল মিডিয়াতে ডিওয়াইই টেকনিকের সাহায্যে দেখালেন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানানো যাবে এই মাস্ক।
কেবলমাত্র চিন নয় এই ভাইরাসের আক্রমণে জটিল পরিস্থিতি হয়েছে ইতালি, ইরান সহ একাধিক দেশে। ভারতের একাধিক বিমানবন্দরেও বাইরে থেকে আসা যাত্রীদের শারীরিক পরীক্ষার মধ্যে রাখা হচ্ছে। করোনা আতঙ্কের প্রভাব পড়েছে ক্রীড়া দুনিয়াতেও। স্থগিত রাখা হয়েছে আইপিএল সহ একাধিক আন্তর্জাতিক ম্যাচও।
ওই ভিডিও শেয়ারের পাশাপাশি এই বিজনেস টাইকুন নিজের সোশ্যাল মিডিয়াতে নিছক মজা করেই লিখেছেন ভারতীয়রা জোগাড়ে বিখ্যাত। বর্তমানে মানুষজন এই করোনা আতঙ্কে আতঙ্কিত হয়ে রয়েছে। সকলেই মাস্ক কেনার জন্য একাধিক দোকানের বাইরে লাইন দিচ্ছে। এই আতঙ্কে প্রবল ভাবে দেখা দিচ্ছে কালোবাজারির আশঙ্কাও।
Voila. No more shortage of masks?? And I thought Indians were the masters of jugaad! ???? pic.twitter.com/67mLgSo0Od
— anand mahindra (@anandmahindra) March 11, 2020
আনন্দ মহিন্দ্রার শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে কেবলমাত্র একটি স্টেপলার,একটি রবার ব্যান্ড এবং একটি টিস্যু পেপারের সাহায্যে অতি সহজেই বানিয়ে নেওয়া যাচ্ছে এই মাস্ক। যা দেখে মনে করাই যায় বিষয়টি অতি সহজ।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। পাশপাশি একাধিক ইউজার তার এই ভিডিও দেখে নিজেদের মন্তব্য জানিয়েছেন। তবে আতঙ্কের মাঝে এই ভিডিও যে সাধারণকে কিছুটা হলেও আনন্দ দিয়েছে তা বোঝা গিয়েছে।
The post বাজারে উধাও, বাড়িতেই মাস্ক বানানোর পদ্ধতি শেয়ার করলেন আনন্দ মহিন্দ্রা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aVfNZR