
পাটনাঃ কার হাতে বিহার! মহাজোট নাকি ফের নীতিশের হাতেই ফিরছে পাটনা। গোটা দেশের আজ নজর থাকবে সেদিকেই। বিহার ভোটই আজ আগামিদিনে দেশের রাজনীতিতে অনেক বদল দেখাতে পারে। ফলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গণনার কাউন্টডাউন।
ঠিক সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। রাজ্যের ৩৮টি জেলায় তৈরি হয়েছে ৫৫টি গণনাকেন্দ্র। ইতিমধ্যে সেখানে গণনা কর্মীরা আসতে শুরু করেছে। কোভিড নিয়ম মেনে কেন্দ্রের ভিতরে ঢুকছেন কর্মীরা।
সকালেই সমস্ত গণনা কেন্দ্রগুলিকে স্যানিটাইজ করা হয়েছে। কর্মীরা মাস্ক পড়ে ধীরে ধীরে ঢুকতে শুরু করেছেন।
বিহারে মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৪৩টি আসনের মধ্যে পেতে হবে ১২২টি আসন। বুথ ফেরত সমীক্ষা বলছে লড়াই জোরদার হবে। তবে শেষ হাসি হাসতে পারে মহাজোট। অন্তত এমনটাই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়।
অন্যদিকে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০১৫ সালের তুলনায় ২০২০ সালে ভোটদানের হার বেশি। চলতি বছরে বিহার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে গড়ে ৫৭.০৫ শতাংশ, যেখানে ২০১৫ সালে ভোট পড়ে ৫৬.৬৬ শতাংশ।
নির্বাচন কমিশনের রেকর্ড বলছে মহিলা ভোটারের সংখ্যা এবার বেশি ছিল। ৫৯.৬৯ শতাংশ মহিলা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। সেই তুলনায় অপেক্ষাকৃত সংখ্যায় কম পুরুষ ভোটার। ৫৪.৬৮ শতাংশ পুরুষ ভোটার এবার ভোট দিয়েছেন বিহার বিধানসভা নির্বাচনে।
তৃতীয় দফায় এবার বেশি ভোট পড়েছে। ১৫টি জেলা জুড়ে ৭৮টি আসনে তৃতীয় দফায় ভোট হয়েছে। কোশী সীমাঞ্চল, মিথিলাঞ্চল ও থিরুটে ভোট হয়েছে। সাতই নভেম্বর তৃতীয় দফার ভোট হয়। প্রায় ৬০ শতাংশ ভোট পড়ে এই দিন। প্রথম দফায় ভোট পড়ে ৫৫.৬৮ শতাংশ ও দ্বিতীয় দফায় ভোট পড়ে ৫৫.৭০ শতাংশ।
গত বছর ২০১৯ সালের লোকসভা নির্বাচনেভোট পড়েছিল ৫৭.৩৩ শতাংশ। কোনও পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়নি। করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে এই প্রথম এতবড় নির্বাচন অনুষ্ঠিত হল দেশে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটদানের সময় এক ঘন্টা বাড়িয়ে ছিল নির্বাচন কমিশন।
ছবি সৌজন্যে- এএনআই সংবাদমাধ্যম।
The post কার হাতে বিহার: কোভিড নিয়ম মেনেই গণনা কেন্দ্রে ঢুকছেন কর্মীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3n9qe25