
পাটনাঃ মঙ্গলে এনডিএ শঙ্খনাদ নাকি মহাজোটের জয় হুঙ্কার! কোন দৃশ্য দেখবে বিহারবাসী? শুরু সেই কাউন্টডাউন। এক্সিট পোলে মহাজোট কে এগিয়ে রাখা হলেও শাসক এনডিএ শিবিরেও তোড়জোর প্রবল। এক্সিট পোলের পূর্বাভাস আসার পরেই নয়াদিল্লিতে বিজেপি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
সেখানে ইতিমধ্যে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন ১. সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকলে বিভিন্ন দলের সঙ্গে জোটের রাস্তা পরিষ্কার করে রাখা। ২. দলীয় নেতৃত্বের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলা। ৩. শরিক জেডিইউ কে দিয়ে মহাজোটের অভ্যন্তরে ফাটল ধরানোর কাজ। অন্যদিকে এনডিএ শরিক জেডিইউ ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নীরব। পাটনায় কোনওরকম হুড়োহুড়ি দেখা যাচ্ছে না তাঁর দলের অভ্যন্তরে। জানা গিয়েছে, দলীয় নেতাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন নীতীশ কুমার। প্রতিপক্ষ মহাজোটের আরজেডি নেতা ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব দলীয় সমর্থকদের বার্তা দিয়েছেন- ফল যাই হোক, শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে। তবে শোনে কে সে কথা! ভোটের ফলাফল প্রকাশের আগেই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী দাবি করে পোস্টার পড়ে গেল বিহারে৷ সোমবার ছিল তেজস্বীর ৩১ তম জন্মদিন। পোস্টারে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তেজস্বীকেই বিহারের ভাবী মুখ্যমন্ত্রী বলে দাবি করা হয়েছে। আরজেডির নেতাকর্মীরা এই পোস্টার লাগিয়েছে বলে খবর। আর কিছুক্ষণের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশ হবে। মহাজোট নাকি নীতিশ-এনডিএ। শেষ হাসি কে হাসবে তা জানতে আর কিছুক্ষণের অপেক্ষা। যদিও বুথফেরত সমীক্ষা বলছে, এনডিএ-র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে মহাজোটের৷ তবে তেজস্বীর প্রতি যুবসমাজের সমর্থনের কারণেই মহাজোটকেই এগিয়ে রেখেছে একাধিক বুথ ফেরত সমীক্ষা। আর সেই বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পরেই আরজেডি-র নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে। আর এরপরেই বিহারের বিভিন্ন রাস্তায় তেজস্বীকে হবু মুখ্যমন্ত্রী বলে দাবি করে পোস্টার, ব্যানার লাগানো হয়। পোড়ানো হয় বাজিও। যদিও আগেই নেতা-কর্মীকে সতর্ক করা হয়েছে। করোনা পরিস্থিতিতে যাতে এমন কিছু তাঁরা না করেন তাতে সংক্রমণ আরও বেড়ে যায়, সেই বিষয়ে আরজেডির তরফে সতর্ক করা হয়েছে। আরজেডি শিবির ট্যুইট করে জানাচ্ছে, কোনও ভাবেই অসংযত আচরণ করা যাবে না। বাজি ফাটানো যাবে না রাস্তায়। শুন্যে গুলি ছোঁড়ার মতো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এমনকী কোনও ভাবেই যেন বিরোধী দলের সদস্য-সমর্থকদের সঙ্গে কোনও অশান্তিতে না জড়ায়।
The post ফলাফল প্রকাশের আগেই তেজস্বীকে মুখ্যমন্ত্রী দাবি করে পড়ল পোস্টার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32LlMir