
মুম্বই: ২০২০ সালের ১৪ জুন, অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন।মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়।জানা যায়,দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। সেই থেকেই চরম সিদ্ধান্ত নেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।মাত্র ৩৪ বছর বয়সী তরুণ তাজা প্রাণের এই পরিণতি দেখে বলিউডের অন্দরে চলা নেপতিজ্ম,পাওয়ার প্লে থেকে শুরু করে মাদক মামলা অব্দি চলে আসে প্রশাসনের স্ক্যনার এর তলায়।
কিন্তু এই সবের মধ্যে সব থেকে বেশি আলোচিত হয় সুশান্ত সিং রাজপুত এর সাথে রিয়া চক্রবর্তীর সম্পর্ক ও সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের কথা। মামলা এতটাই গুরুতর হয়ে ওঠে যে তা এনসিবির ছত্রছায়ায় চলে আসে। দীপিকা পাডুকোন সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রিয়া চক্রবর্তী তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে জেরা করা শুরু হয়। রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তীকে জেলের ঘানি পর্যন্ত টানতে হয়। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের কোনো সুরাহা হয়নি।
সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর এতদিন পরে তাঁর রহস্য মৃত্যু নিয়ে ছবি বানাতে আগ্রহের কথা জানালেন পরিচালক রাম গোপাল বর্মা। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে একটি সাক্ষাৎকারে রামগোপাল বর্মাকে প্রশ্ন করা হয়, সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরের ঘটনা যে রকম জটিল পথে এগিয়েছে তা নিয়ে ভালো একটি চিত্রনাট্যর দাঁড় করানো যায় কিনা। এ বিষয়ে পরিচালক উত্তর দিয়েছেন,‘হতেও পারে। আবার না-ও হতে পারে। অনেক ঘটনা ঘটেছে। অনেক পক্ষ তৈরি হয়েছে। যা থেকে বেছে নিতে হবে চিত্রনাট্যে।’’
রাম গোপালের মতে, মানুষ প্রথমে প্রচুর আওয়াজ তোলে নেট মাধ্যমে। কিন্তু তারপরে সময় এর স্রোতে তাঁরা আসল ঘটনা ভুলেও যায় । এত কিছু ঘটল, কিন্তু ফল কিছুই হল না। এমনকি রিয়া চক্রবর্তীর সঙ্গে কী হল, তা-ও কেউ জানে না। আসলে নেটমাধ্যম একটা সার্কাস। তবে তিনি আদৌ চিত্রনাট্য নিয়ে ভাবনাচিন্তা করছেন কিনা এ বিষয়ে সবিস্তারে কোনও তথ্য তিনি দেননি।
The post সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ছবি বানানোর প্রশ্নে কী বললেন রাম গোপাল বর্মা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uynE9q