রাশিয়ার মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, তুষার ঝড়ের কবলে পড়া দলের বাকি ১৪ আরোহীকে নিরাপদে নেওয়া হয়েছে। তাঁদের উদ্ধার করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সময় মোকাবিলা করতে হয়েছে ঝড়ো বাতাস ও শূন্যের নিচে থাকা তাপমাত্রা। তুষার ঝড়ের কারণে আশপাশ ঠিকভাবে দেখাও যাচ্ছিল না।
from প্রথম আলো https://www.prothomalo.com/world/europe/রাশিয়ায়-তুষার-ঝড়ে-৫-পর্বতারোহীর-মৃত্যু
from প্রথম আলো https://www.prothomalo.com/world/europe/রাশিয়ায়-তুষার-ঝড়ে-৫-পর্বতারোহীর-মৃত্যু