করোনা মহামারির শুরু থেকেই নানা মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। একসময় দাবি করেছিলেন, ফাইজারের করোনার টিকা নিলে এর প্রতিক্রিয়ায় কুমিরে পরিণত হবে মানুষ। গত বছরের জুলাইয়ে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেও করেছেন নানা সমালোচনামূলক মন্তব্য। সে সময় বলেছিলেন, পরীক্ষা করে দেখা গেছে, করোনার সঙ্গে লড়াই করার জন্য তাঁর শরীরে যথেষ্ট অ্যান্টিবডি রয়েছে। তাই তাঁর টিকা নেওয়ার দরকার নেই।
from প্রথম আলো https://www.prothomalo.com/world/south-america/করোনার-টিকা-নেবেন-না-ব্রাজিলের-প্রেসিডেন্ট
from প্রথম আলো https://www.prothomalo.com/world/south-america/করোনার-টিকা-নেবেন-না-ব্রাজিলের-প্রেসিডেন্ট