স্মাট টিভিতে App install করা শিখে নিন খুব সহজেই

কীভাবে স্মাট বা এন্ড্রয়েড টিভিতে App install করবেন?? (টিউটোরিয়াল টিপস)

Android টিভিতে অ্যাপ ইন্সটল সম্পকে অনেকের অনেক প্রশ্ন থাকে । অনেকে ভাবে লিংক থেকে হয়তো ডাউনলোড করা যায় । আসলে তা নয় । টিভির নিজস্ব স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে হয় । তো একটি অ্যাপ ডাউনলোড করে দেখিয়ে দিব আজকের আটিকেলে । তো চলুন টিভিতে ফেসবুক অ্যাপ ডাউনলোড করা শিখে নেওয়া যাক ।

Downloading facebook app on Smart tv (part by part)

১। প্রথমে রিমোটের মাধ্যমে আপনি টিভির Android সিস্টেমেটিক পেজে চলে যান এবং App store অপশনে ক্লিক করুন ।

২। এখন রিমোটের সাহায্যে অ্যাপ স্টোরটির হোম পেজ থেকে সাচ অপশনে চলে যান ।

৩। আপনার পছন্দের অ্যাপের নামটি সাচ দিন । যেমন Facebook । অ্যাপটির আইকনে ক্লিক করুন ।

৪। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করুন । ডাউনলোড শুরু হবে । তারপর ইন্সটল হবে । তারপর আমরা ওপেন অপশনে ক্লিক করব ।

৫। ওপেন অপশনে ক্লিক করলেই অ্যাপ খুলে যাবে ।

৬। এবার নাম্বার ও পাসওয়াড দিয়ে ফেসবুক অ্যাপটিতে লগ ইন করবেন । মনে রাখবেন, ফেসবুক অ্যাপ ব্যবহার করতে অবশ্যয় রিমোটের মাউস পয়েন্টার অন করে রাখবেন । আর নাম্বার লেখার অপশনে ক্লিক করার পর যদি কিবোড না আসে তা হলে লগইনে আগে ক্লিক করে নিবেন । তো এখন ব্যবহার করুন নিজের ফেসবুক আইডি স্মাট টিভিতে ।

এভাবে অন্যান্য সকল অ্যাপ যেগুলো অ্যাপ স্টোরে আছে সেগুলো এই নিয়মে ব্যবহার করতে পারবেন । আপনার ইন্সটল করা সকল অ্যাপ হোম পেজে থাকা Apps নামক Software এ দেখতে পাবেন । কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন । উত্তর দেওয়ার চেষ্টা করব ।

The post স্মাট টিভিতে App install করা শিখে নিন খুব সহজেই appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/l19ra7L
إرسال تعليق (0)
أحدث أقدم