আজকাল সবাই ইনকামের জন্য App/Website এ ঝাপাইয়া পরতেছেন। তাই তাদের জন্য এই পোস্ট।
বিঃদ্রঃ নতুন নতুন ইন্টারনেট ব্যাবহারকারি যারা এসব নতুন নতুন দেখতেছে তারাই এগুলো করতেছে আর প্রতারিত হচ্ছে।
তো প্রথমেই বলি এসবে ইনকাম বলতে কিছুই না 99.5% Website/Application স্কাম করে আর যেগুলো আসলেই টাকা দেয় তাদের সামর্থ্য হয়ে উঠেনা আহামরি টাকা দেয়ার। বেশি হলে ১০০-২০০ ইনকাম করতে পারবেন।
Bangla,অনলাইন ইনকাম,অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২২,মোবাইল দিয়ে ইনকাম
হ্যাঁ বলতে পারেন মানুষে টিকটক,রিং আইডি এগুলোতে রেজিস্ট্রার করিয়ে হাজার টাকা কিভাবে ইনকাম করছে। তো এসব ব্রান্ডেড কম্পানি তাই নিজেদের প্রোমোশনের জন্য টাকা দিছে।আপনাদের ইনকামের সুযোগ করেনি। আর এগুলো কয়দিন?
কিভাবে বুঝবেন যে ওয়েবসাইটটি Fake নাকি Real:
১.যেকোনো ওয়েবসাইটে বা এ্যাপে ইনকাম করার আগে গুগলে সার্চ করে বিভিন্ন ব্লগ চেক করবেন। ইউজারদের বিভিন্ন রিভিউ পাবেন যে আসলেই টাকা দেয় কিনা।
সহজে বোঝার জন্য এ্যাপ বা ওয়েবসাইটের নামের পর ফেক লিখে সার্চ দিবেন।
২.ওয়েবসাইট বা এ্যাপের কোনো কমিউনিটি আছে কিনা তা জানতে হবে।কারন Trusted হলে অবশ্যই তাদের কমিউনিটি থাকবে। ফেসবুকে গ্রুপ চেক করবেন। আর যারা ইনকাম করে তারা টাকা পেয়েছে কিনা এসব সহজেই দেখতে পারবেন।
৩.এরা প্রোমোশনের জন্য কয়েকজনকে টাকা দেয় যাতে তারা সবাইকে বলে বা বিভিন্ন জায়গা পোস্ট করে। তাই গ্রুপে রান্ডম ইউজারদের পার্সোনালি নক করে জিগ্যেস করতে পারেন যে সে টাকা পায় কিনা।
৪.সবথেকে একটা ব্যাপার বেশি খেয়াল করতে হবে যে তারা কতদিন ধরে সার্ভিস দিচ্ছে! ২/৩ মাস হলেও রিস্ক থেকে যায়
৫.ফেক ওয়েবসাইট হলে অবশ্যই আপনাকে লোভনীয় অফার করবে। যেমনঃ ৫০০টাকা প্রতিদিন ইনকাম করুন ,মাসে ১৫হাজার টাকা ইনকাম করু ইত্যাদি।
যারা রিয়েল তারা অবশ্যই বলে দিবে এখান থেকে আপনি শুধু মাত্র রিচার্জ বা সামান্য পকেটমানি ইনকাম করতে পারবেন।
Free Advice: সময় নষ্ট না করে যা করতেছেন তাই করুন। পড়ালেখা করলে পড়ালেখা। এরপর যদি আসলেই টাকার খুব প্রয়োজন হয় তাহলে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারেন। (কোনো কাজই ছোট নয়) অথবা যেকোনো স্কিল ডেভেলপমেন্ট করেন। যেটা আপনাকে লং-টার্ম ইনকামের সুযোগ দিবে আর ওটা পকেট মানি না শুধু।
The post অনলাইনে ইনকামের নামে প্রতারণা থেকে সাবধান থাকেন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/WJe08Xx