চোরকে বোকা বানান ! চুরি হওয়া ফোনের নিয়ন্ত্রণ থাকবে আপনার কাছে !

আসসালামু আলাইকুম !




ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


পোষ্ট পড়ার দরকার নাই, যদি আপনি পুরো পোস্ট পড়তে না চান। তাড়াহুড়ো করে পোস্ট পড়ে না বুঝলে তার দায়ভার আমি নিবো না !




এরকমটা না হ‌ওয়াই ভালো কিন্তু যদি হয় তখন এই পদ্ধতি উপকারী হবে। মনে করুন, আপনার ফোন চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে।

এখন সেই চুরি হয়ে যাওয়া ফোন কিভাবে খুঁজে পাবেন এবং আপনি অন্য কোনো ডিভাইস থেকে সেই ফোন কে কিভাবে নিয়ন্ত্রণ করবেন ?

চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, চোরে চুরি করেছে, আপনার পকেট থেকে কখন বের করে নিয়েছে আপনি বুঝতেই পারেন নি, কোথাও পড়ে গেছে !

এখন কি করবেন আপনি ? অনেকেই যেটা করবে সেটা হলো Find my Device ব্যবহার করার কথা ভাববে। কিন্তু যদি যদি আপনার ফোন চালুই না থাকে তাহলে কিভাবে কি করবেন ?

আপনার হারিয়ে যাওয়া ফোন কে আপনি অন্য ডিভাইস থেকে..↓
★ ট্র্যাক করতে পারবেন,

★ আপনার ফোন কে ব্যবহার করছে আপনি তার ছবি তুলতে পারবেন অন্য জায়গায় অন্য ডিভাইস থেকে,

★ যার কাছে আপনার ফোন আছে তার ভিডিও রেকর্ড করতে পারবেন অন্য জায়গায় অন্য ডিভাইস থেকে,

★ আপনি অডিও রেকর্ড করতে পারবেন যার কাছে আপনার চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন আছে,

★ আপনার চুরি হয়ে যাওয়া ফোনে এলার্ম বাজাতে পারবেন, (Trigger Alarm)

★ আপনার ফোন যে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেটার মেসেজ পাঠাতে পারবেন, (Display Message)

★ আপনি ইচ্ছা করলেই নকল পাওয়ার অফ করতে পারবেন। মানে অন্য অন্য ডিভাইস থেকে Fake Power Off করতে পারবেন এতে চোর ভাববে যে ফোন অফ হয়ে গেছে এবং এবং আপনি এখন আর তাকে খুঁজে পাবেন না।

★ Emergency Mode ব্যবহার করতে পারবেন।

এছাড়াও আরো সুবিধা পাবেন।

এইসব করার জন্য আপনাকে ছোট একটা অ্যাপ ইনস্টল করে রাখতে হবে। এটার কাজ অনেক। অনেক উপকারী অ্যাপ এটা। আর এই অ্যাপের নাম হলোঃ Track it EVEN it is off (Hammer)

অ্যাপ ওপেন করে প্রয়োজনীয় পারমিশন গুলো দিয়ে দিন। অবশ্য‌ই Device Admin এর অনুমতি দিতে হবে।

আপনি চাইলে কোনো ইমার্জেন্সি নাম্বার সেট করে রাখতে পারবেন, এতে আপনার ফোন চুরি হয়ে গেলে সেটার বার্তা সেই নাম্বার চলে যাবে।

আপনার গুরুত্বপূর্ণ অ্যাপের নিরাপত্তার জন্য App Lock করতে পারবেন।

আপনার ফোন কে অন্য ডিভাইস থেকে নিয়ন্ত্রণ করতে চাইলে আপনাকে অবশ্যই Hammer Security এর ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে। এবং যখন আপনার দরকার হবে তখন আপনি যেকোনো ডিভাইস থেকে ওয়েবসাইটে লগ ইন করলেই আপনার চুরি হয়ে যাওয়া ফোন নিয়ন্ত্রণ করতে পারবেন। ওয়েবসাইটে লগ ইন করার পর আপনিঃ

Track
Take Picture
Record Video
Record Audio
Alarm
Lost Message
Fake Shutdown
Emergency Mode


 

এসব দরকারি কমান্ড পেয়ে যাবেন।

এবার আসি চোরের ব্যাপারে। চোর যদি ফোন নিয়ে ভাবে Phone Off করলে, Airplane Mode On করলে, তাকে আর খুঁজে পাবেন না। তাহলে এখানে চোর বোকা হয়ে যাবে।

চোর যদি ফোন অফ করতে চায় তাহলে সে অফ করতে গেলে নকল ফোন অফ করার অপশন পাবে। চোর যদি সেটায় ক্লিক করে তাহলে আপনার ফোন নরমালি যেভাবে অফ হয় সেরকম‌ই হবে কিন্তু ফোন অফ হবে না।

আর যদি ফোনে এয়ারপ্লেন মোড অন করে তাহলে ও সে নকল টাই পাবে। আর নকলেই থেকে যাবে।

এবং সে যদি ভুলভাল ভাবে ফোন আনলক করার চেষ্টা করে তাহলে তার ছবি উঠে আপনার ইমেইল এ চলে আসবে। এবং সে বুঝতেও পারবে না।

চোর ফোন অফ করতে গিয়ে নকল ফোন অফ করার পর See you not for mind, have a relax মুডে থাকবে আর ভাববে যে সে এখন নিরাপদ, তাকে আর খুঁজে পাবেন না। কিন্তু তখনও আপনার ফোন চালু থাকবে কিন্তু বোঝা যাবে না।

ফোন যে চালু আছে এটা বুঝতে হলে ফোনের পাওয়ার বাটন ৬ সেকেন্ডের মতো চেপে ধরে আবার ছেড়ে দিয়ে পরপর ৪ বার টিপতে হবে তাহলেই ফোনের ডিসপ্লে তে আলো জ্বলে উঠবে।

এই ছিলো চোর থেকে ফোন কে নিরাপদ রাখার ছোট্ট একটা পোস্ট। নিচে অ্যাপের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিন।



আরো পড়ুনঃ ↓↓↓

ফিফা বিশ্বকাপ লাইভ দেখার উপায় – কাতার ওয়ার্ল্ড কাপ 2022

How to Unlock Facebook Account – 100% Working (New Trick)

নিচের লিংক থেকে অ্যাপ ডাউনলোড করুনঃ ↓


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




The post চোরকে বোকা বানান ! চুরি হওয়া ফোনের নিয়ন্ত্রণ থাকবে আপনার কাছে ! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ZrD19p6
إرسال تعليق (0)
أحدث أقدم