একটু অসাবধানতার কারণেই হ্যাক হয়ে যেতে পারে আপনার এটিএম কার্ডটি ! নিরাপদে এটিএম কার্ড ব্যবহার করার টিপস।


শপিং থেকে শুরু করে রেস্টুরেন্টের বিল, এমনকি হাসপাতালের খরচ সব জায়গায় এটিএম কার্ডের ব্যবহার সবচাইতে বেশি।
কিন্তু আমাদের সাবধান না হওয়ার কারণে হ্যাকাররা হাতিয়ে নেয় আমাদের এটিএম কার্ড থেকে লক্ষ লক্ষ টাকা। তার পাশাপাশি নিয়ে নেই আমাদের এই মূল্যবান সম্পদের এক্সেস।

কিছুটা সাবধানতার সাথে আমাদের এই এটিএম কার্ডটি ব্যবহার করলে সম্ভব এই ভয়ংকর হ্যাকার চক্র থেকে রক্ষা পাওয়া।

তো আজকে আমরা জানবো এটিএম কার্ড ব্যবহার করার কিছু টিপস।

১. নির্দিষ্ট সময় পরপর এটিএম কার্ডের পিন পরিবর্তন করুন এবং কার্ডে কখনো পিন লিখে রাখবেন না।

২. কাউকে কার্ড দিবেন না, নিজেও পিন নাম্বার কাউকে বলবেন না।

৩. আপনি যখন এটিএমের ভিতর থাকবেন তখন অন্য কাউকে প্রবেশ করতে দিবেন না।

৪. এটিএম মেশিনে পিন দেয়ার সময় হাত দিয়ে আড়াল করে পিন দিন যাতে কারো নজরে না আসে।

৫. এটিএম থেকে টাকা তোলার পর যে স্লিপ আসে তা কাউন্টারে ফেলে আসবেন না।

৬. নতুন কার্ড নেওয়ার পর পুরনো কার্ডটি পুরোপুরি নষ্ট করে ফেলুন।

৭. আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সিভিবি কোড ওয়ান টাইম পাসোয়ার্ড কাউকে দেবেন না।

অনেক সময় ব্যাংক অথবা যেকোনো বিশ্বস্ত সংস্থার নাম করে ফোন ইমেইল ইত্যাদির মাধ্যমে প্রতারকরা কার্ড এর পিন নাম্বার জানার চেষ্টা করে! মনে রাখবেন আপনার তথ্য ব্যাংকে অলরেডি থাকে তাই নতুন করে আপনার কাছ থেকে জানার প্রশ্নই আসে না , এই ফাঁদে কখনোই পারবেন না।

সব সময় পিন নম্বরটা মুখস্ত রাখার চেষ্টা করবেন, আর যদি লিখে রাখতেই হয় তবে একান্তিক সাংকেতিকভাবে লিখে রাখবেন।

আর আপনি যদি কার্ড ব্যবহার করতে না পারেন তাহলে অবশ্যই ব্যাংকের কোন কর্মকর্তাকে জানাবেন অপরিচিত কারো কাছ থেকেই সাহায্য নিবেন না কার্ড ব্যবহারের জন্য।

আরেকটি ব্যাপার আপনি যখন কোন কিছু কেনাকাটা করেন বিভিন্ন মলে গিয়ে অবশ্যই কেনাকাটা করার সময় কার্ড সয়াইপ করার জন্য দোকানদারকে কার্ডটি দিবেন না।
আরো পড়ুন!
LG Velvet 5G Review in Bangla – ৭,৯৯০ টাকায় ইতিহাসের সেরা স্মার্টফোন? – PocoBD.Com

তো কেমন লাগলো পোস্টটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না , আমার পরবর্তী পোস্ট খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ট্রিকবিডির সঙ্গেই থাকুন ধন্যবাদ।❤

The post একটু অসাবধানতার কারণেই হ্যাক হয়ে যেতে পারে আপনার এটিএম কার্ডটি ! নিরাপদে এটিএম কার্ড ব্যবহার করার টিপস। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Sx4gfL9
إرسال تعليق (0)
أحدث أقدم