উবুন্টু ২৩.০৪: উবুন্টু কি আগের থেকে বেটার?

আসসালামু আলাইকুম। জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন উবুন্টুর নতুন একটি ভার্সন ২৩.০৪ সম্প্রতি রিলিজ হয়েছে এবং এই লেখাতে থাকছে উবুন্টুর সর্বনতুন এই ভার্সনটির রিভিউ। বর্তমানে আমি ফিডোরা অপারেটিং সিস্টেম ব্যবহার করছি আমার ল্যাপটপের মেইন অপারেটিং সিস্টেম হিসেবে। উবুন্টু ২৩.০৪ ব্যবহারের জন্য আমি একটি ভার্চুয়াল মেশিন ব্যবহার করছি, যেটি Virtual Machine Manager সফটওয়্যার ব্যবহার করে QEMU/KVM-এ তৈরি করা। এখানে আমি বরাদ্দ করেছি ৪ জিবি র‌্যাম ও i5-1135G7 প্রসেসরের ৪টি কোর (সম্ভবত কোর বলতে এখানে থ্রেড নির্দেশ করা হয়)। উবুন্টু প্রতিবছর এপ্রিল ও অক্টোবর মাসে দুটি করে রিলিজ করে। উবুন্টু ২৩.০৪ একটি নন এলটিএস ভার্সন, সবকিছু ঠিক থাকলে এটি ৯ মাসের জন্য সাপোর্ট পাবে এবং এর মধ্যে উবুন্টু ২৩.১০ চলে আসবে। প্রসঙ্গত উবুন্টু প্রতি দু’বছর পরপর একটি এলটিএস বা লং টার্ম ভার্সন রিলিজ করে যা ৫ বছরের জন্য সাপোর্ট দেয়া হয়। উবুন্টুর সর্বশেষ এলটিএস রিলিজ হলো উবুন্টু ২২.০৪, যা নিয়ে আমার রিভিউ রয়েছে এখানে। উবুন্টুর প্রতিটি সংস্করণের একটি কোডনেম থাকে। উবুন্টু ২৩.০৪-এর কোডনেম ‘Lunar Lobster’।
উবুন্টু ২৩.০৪ এর ডেস্কটপ এনভায়রনমেন্ট হিসেবে থাকছে গ্নোম ৪৪। পাশপাশি উবুন্টু ফ্লেভার্স হিসেবে আরো ৮টি ডেস্কটপ এনভায়রনমেন্ট এবং উবুন্টু স্টুডিও ও এডুবুন্টু সংস্করণে পাওয়া যাবে উবুন্টু। ২৩.০৪ থেকে প্রথমবারের মত অফিসিয়াল ফ্লেভারের তালিকায় যুক্ত হয়েছে উবুন্টু সিনামন। এবং প্রায় ১১ বছর পর ফিরে এসেছে উবুন্টুর এডুকেশনাল সংস্করণ- এডুবুন্টু। উবুন্টু ২৩.০৪-এর সাথে যুক্ত হয়েছে উবুন্টুর নতুন ইন্সটলার। নতুন ইন্সটলারটি মডার্ন একটি লুক নিয়ে ভিজুয়ালি আপিলিং। ইন্সটলেশন প্রসেস অবশ্য আগের মতই থাকছে। তবে একটি এক্সট্রা স্টেপ যুক্ত হয়েছে- লাইট থিম অথবা ডার্ক থিম সিলেকশন। উবুন্টু ২৩.০৪-এর রেগুলার সংস্করণের পাশাপাশি আরেকটি Legacy Desktop Installer সংস্করণও অফার করছে। ইন্টেরেস্টিং ব্যাপার হলো নতুন ইন্সটলারসহ সংস্করণটির আইএসও সাইজ 4.6 GB, অন্যদিকে লিগ্যাসি ইন্সটলারসহ সংস্করণটির আইএসও সাইজ 3.6 GB। মানে শুধু কিছুটা মডার্ণ লুকিং ইন্সটলারের জন্য আইএসও সাইজ 28% বেশি? সেই!
এবং আমি একটু চেক করে দেখলাম, উবুন্টুর সর্বপ্রথম রিলিজ Ubuntu 4.10 এর AMD 64 সংস্করণের আইএসও সাইজ ছিলো 540 MB। আমার ব্যবহার করা প্রথম লিনাক্স ডিস্ট্রো ছিলো Ubuntu 13.04 এর আইএসও সাইজ ছিলো 800 MB-এর আশেপাশে। এই সাড়ে আট বছরের মধ্যে উবুন্টুর আইএসও সাইজ জাস্ট দেড়গুণ হয়েছিলো। অন্যদিকে পরবর্তী ১০ বছরের ব্যবধানে প্রায় ৬ গুণ হয়েছে উবুন্টু আইএসও-র সাইজ! উবুন্টুর নতুন ভার্সন মানে নতুন কিছু ওয়ালপেপার। Ubuntu 17.10 Artful Aardvark থেকে উবুন্টু মাস্কটযুক্ত ওয়ালপেপার প্রদান করছে। আর এবারের ডিফল্ট Lunar Lobster ওয়ালপেপারটি চমৎকার। তার সাথে মাস্কটসহ ও ছাড়া আরো কিছু সুন্দর ওয়ালপেপার দেয়া হয়েছে 23.04 সংস্করণের সাথে।
উবুন্টু ২৩.০৪ গ্নোম ৪৪ সংস্করণের সাথে এসেছে যেমনটা আগে বলা হয়েছে। অবশ্যই আগের উবুন্টু রিলিজগুলোর মত এখানেও গ্নোমকে কিছুটা তাদের পুরনো ইউনিটি ডিই-লাইক কাস্টমাইজড রূপে দেখা যাবে। তাই কাস্টমাইজড Yaru আইকন সেট দেখা যাবে, ইউআই-তে থাকবে Ubuntu ফন্টের ব্যবহার, উবুন্টুর অরেঞ্জ টাচ দেখা যাবে সর্বত্র- সাথে পাওয়া যাবে একসেন্ট কালার সমর্থন। লেফট সাইডে দেখা যাবে একটি প্যানেল, উইন্ডোতে থাকবে মিনিমাইজ ও ম্যাক্সিমাইজ বাটন এবং এক্সটেনশনের মাধ্যমে আউট অফ দি বক্স ডেস্কটপ আইকন ও অ্যাপইন্ডিকেটর সমর্থনও থাকবে। কিছু দিক থেকে উবুন্টুর কাস্টমাইজেশনগুলো খারাপ না, বিশেষ করে যদি চিন্তা করা হয় অনেকেই তাদের প্রথম লিনাক্সের এক্সপ্রেরিয়েন্স হিসেবে উবুন্টু ব্যবহার করে থাকে। তবে কিছু জায়গায় সত্যি বলতে উবুন্টুর কাস্টমাইজেশনগুলো আমার কাছে একটু মিক্সড-আপ মনে হয়। যেমন ভিজিবল ডকে একটিভ উইন্ডো আইকনে ক্লিক করলে মিনিমাইজ হওয়াটাই সবচেয়ে র‌্যাশনাল মনে হয়, কিন্তু উবুন্টুতে তা হয় না এবং এটা সেটিংসেও পরিবর্তনের অপশন নেই- যদিও কমান্ড লাইন থেকে পরিবর্তন করা সম্ভব। যেহেতু আমি ফিডোরা ব্যবহার করছি বর্তমানে, যদি আমি সত্যি বলি, ফিডোরা থেকে উবুন্টুতে আসলে উবুন্টুকে খানিকটা ব্লটেড মনে হবে। যেমন ধরা যাক ফিডোরাতে সফটওয়্যার ম্যানেজমেন্টের জন্য ‘Software’ নামে একটি মাত্র অ্যাপ আছে, উবুন্টুতে আছে ৩টি- ‘Ubuntu Software’, ‘Software Updater’, ‘Software & Updates’। এছাড়া ‘Additional Drivers’ নামে আরেকটি আছে, যেটি মূলত ‘Software & Updates’ অ্যাপের Additional Drivers ট্যাবটি চালু করে। ফিডোরাতে আপডেট Software অ্যাপ থেকে স্মুথলি করা যায়, উবুন্টু ইন্সটলের পরপরই আপডেট এভেইলেবিলিটির নোটিফিকেশন দিলো, যেমনটা ফিডোরাতে আসলে এভাবে প্রম্পট করে না। ডিফল্ট বিহেভিয়রে সপ্তাহিকভাবে উবুন্টু আপডেট থাকলে নোটিফাই করবে।
আবারো, উবুন্টুর এই বিষয়গুলোর সবটুকু খারাপ এমন না- তবে ওই যে বললাম, ফিডোরার মত ক্লিন গ্নোম এক্সপ্রেরিয়েন্স করে আসলে, এটা ব্লটেড ফিল হবে। তবে এর কিছু ব্যাপার প্রশংসনীয় আমার দৃষ্টিতে- যেমন প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রপ্রাইটরী ড্রাইভার ও কোডেক ইন্সটলেশন একদমই সহজ উবুন্টুতে, অ্যাপইন্ডিকেটর (সিস্টেম ট্রে আইকন) একটা প্রয়োজনীয় জিনিস আমার মতে। প্রসঙ্গত উইন্ডোজ বা অন্য বেশিরভাগ ডেস্কটপ থেকে গ্নোমের ওয়ার্কফ্লো বেশ আলাদা। এখানে মিনিমাইজ বাটনের ব্যবহার বাই ডিফল্ট নেই, বরং একাধিক ওয়ার্কস্পেসে সাজিয়ে নিয়ে কাজ করা হয়। গ্নোমের ওয়ার্কফ্লো আমার কাছে খুব প্রোডাক্টিভ মনে হয়, কিন্তু নিজ থেকে এটা বুঝে উঠা বেশ কঠিন হতে পারে নতুন কারো জন্য। সেদিক থেকে উবুন্টুর কাস্টমাইজড গ্নোমে নতুন ইউজাররা খুব সহজে ইউজড টু হতে পারবে, উইন্ডোজ বা ট্রেডিশনাল ওয়ার্কফ্লো থেকে আলাদা না এটা। উবুন্টু নিয়ে সাধারণভাবে বলছিলাম, ২৩.০৪ ভার্সন নিয়ে বেশি কিছু বলা হয়নি এখনো। আসলে বলার বেশি কিছু নেই-ও। এটা আগের থেকে আরেকটু পলিশড, আরেকটু বেটার। আপডেটেড অ্যাপসগুলো থাকছে। কিছু পারফর্মেন্স ইম্প্রুভমেন্ট আছে। তবে ২২.০৪ বা ২২.১০ ভার্সনগুলো থেকে খুব বড়রকম কোন পরিবর্তন যে আছে, এমন না। গ্নোম ৪৪-এর নতুন সংযোজনগুলো এখানে থাকছে। ২২.১০ ভার্সনে থাকা গ্নোম ৪৩-এ প্রথম যুক্ত হওয়া কুইক সেটিংসে গ্নোম ৪৪-এ এসো কিছুটা উন্নত করা হয়েছে। ব্লুটুথ অপশন (ভার্চুয়াল মেশিন হওয়াতে স্ক্রিনশটে নেই) থেকে সরাসরি এখন ব্লুটুথ ডিভাইস সিলেক্ট করা যাবে। স্ক্রিনশট বাটন যুক্ত হয়েছে। ভিজুয়াল ও কন্ট্রোলে কিছু ইনহেন্সমেন্ট এসেছে। ফাইল পিকারে থাম্বনেইল ভিউ যুক্ত হয়েছে, যেটা দরকারি একটি ফিচার। সেটিংস ও ফাইল ম্যানেজারে ইম্প্রুভমেন্ট থাকছে। গ্নোম ৪৪-এর নতুন ফিচারগুলো নিয়ে এই লেখাটি দেখতে পারেন।
উবুন্টু সম্ভবত ২২.০৪ সংস্করণ থেকে ফায়ারফক্সকে Snap প্যাকেজ হিসেবে প্রদান করছে, যেটা নিয়ে বোধহয় আলোচনার চেয়ে সমালোচনা-ই বেশি হয়েছে। সামগ্রিকভাবেই Snap অপছন্দ করা, উবুন্টুর দিক থেকে কিছুটা ‘এনফোর্স’ করা, বৃহত্তর ফাইল সাইজ এবং স্টার্টআপ ডিলে ও ইন্টিগ্রেশন ইস্যু এরকম কিছু ব্যাপার এখানে নিয়ামক হয়েছে। উবুন্টু ২৩.০৪-এ এসে ফায়ারফক্সে ন্যাটিভ অ্যাপগুলো থেকে আলাদা করার মত কোন স্টার্টআপ ডিলে আর থাকছে না। উবুন্টু এখানে অনেক অপ্টিমাইজ করেছে। এছাড়া টেলিগ্রাম এখন থেকে deb প্যাকেজের পরিবর্তে শুধু Snap প্যাকেজ হিসেবে পাওয়া যাবে। অবশ্য উবুন্টুর সফটওয়্যার সেন্টার যেকোন অ্যাপ-ই deb প্যাকেজের থেকে Snap প্যাকেজকে প্রায়োরেটাইজ করে।
প্রসঙ্গত, Snap উবুন্টুর নির্মাতা ক্যানোনিকালের ডেভেলোপকৃত একটি ইউনিভার্সাল লিনাক্স প্যাকেজ ফর্মেট। ট্রেডিশনাল প্যাকেজগুলো থেকে এখানে প্যাকেজিং ও মেইনটেইনেন্সে পার্থক্য রয়েছে। তবে অন্য অনেক ডিস্ট্রো অপর একটি ইউনিভার্সাল প্যাকেজ ফর্মেট Flatpak-এর দিকে ঝুঁকছে। ইউনিভার্সাল প্যাকেজ ফর্মেটগুলো মেজর সব ডেস্কটপ লিনাক্স ডিস্ট্রোতে সমর্থন করে, অর্থাৎ উবুন্টুতে Flatpak কিংবা অন্য কোন ডিস্ট্রোতে Snap ব্যবহার করা সম্ভব। আমার ভার্চুয়াল মেশিন এক্সপ্রেরিয়েন্স যদি বলি, উবুন্টু ২৩.০৪-এর এক্সপ্রেরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে। ভিজুয়ালি এটা সুন্দর, এবং আমার ভার্চুয়াল মেশিনে এটা স্মুথলি চলেছে। এই লেখার শুরুর কিছুটা বাদে বাকিটুকু উবুন্টু ভার্চুয়াল মেশিন থেকে লেখা, এবং আমি এই সময়টুকুতে কোন ল্যাগ বা দৃশ্যমান বাগের সম্মুখীন হইনি। তো যদি উবুন্টু নিয়ে সাধারণভাবে আমাকে জিজ্ঞাসা করা হয়, হ্যা, আমার কাছে উবুন্টুর বর্তমান গতিপথের সবকিছু আমার পছন্দ এমন না। তবে এটা রেগুলার ইউসেজের জন্য ভালো একটি ডিস্ট্রো-ই মনে করি। লিনাক্স ডিস্ট্রো যেহেতু অনেক আছে, পছন্দের ডিস্ট্রোটি বেছে নেয়ার জন্য ব্যবহারকারীরা স্বাধীন। যদি উবুন্টু ২৩.০৪ নিয়ে আলাদাভাবে জিজ্ঞেস করা হয়, আমার অভিজ্ঞতায় এটা একটা ভালো আপডেট। যদি উবুন্টু ব্যবহার করতে চান অথবা উবুন্টুর পুরনো কোন ভার্সন থেকে আপডেট করতে চান এবং নন-এলটিএস ভার্সন ব্যবহার নিয়ে সমস্যা না থাকে, তাহলে উবুন্টুর নতুন সংস্করণটি ভালো লাগবে আশা করি।

একটি নিয়নবাতি পরিবেশনা

The post উবুন্টু ২৩.০৪: উবুন্টু কি আগের থেকে বেটার? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/WhE2ts6
إرسال تعليق (0)
أحدث أقدم