অ্যাডস ফ্রী হাই কোয়ালিটি তে ইউটিউব ভিডিও সাথে Audio এবং On Top মোড [Updated 2024]

আসসালামু আলাইকুম !


Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !



আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


•••

•••


বর্তমান সময়ে আমরা স্মার্টফোন ব্যবহারকারী প্রায় সবাই ইউটিউব ব্যবহার করি । কারণ, ইউটিউব হলো একটি জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে, তৈরি করতে এবং শেয়ার করতে পারি। এখানে আমরা গান, সিনেমা, খেলাধুলা, রান্না, শিক্ষা, মজার ভিডিও এবং আরও অনেক কিছু খুঁজে পাই।

এই ইউটিউবের আবার দুইটি ভার্সন রয়েছে সাধারণ এবং প্রিমিয়াম। সাধারণ ভার্সনে অ্যাডস বা বিজ্ঞাপন দেখা লাগে এবং অন্যান্য কিছু সুবিধা পাওয়া যায়না, ইউটিউব প্রিমিয়ামের তুলনায়।

যাদের সামর্থ্য আছে তারা ইউটিউবের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে অ্যাডস ছাড়া ভিডিও দেখতে পারে এবং অন্যান্য সুবিধাও পায়। যেমন: Pop-up Video Play বা Floating Player, Background Video Play, Higher Resolution Video Play, Higher Resolution Video Download etc.

অন্যদিকে যারা সাধারণ ভার্সন ব্যবহার করে তাদের জন্য ইউটিউবে অ্যাডস দেখাই লাগে। অনলাইন সম্পর্কে যারা একটু ভালো বোঝেন তারা অনেকেই অ্যাডস ছাড়া ইউটিউব ভিডিও দেখতে YouTube এর Vanced/Revanced Version ব্যবহার করেন। এইসব ভালো ভাবে কাজ করার জন্য ফোনে MicroG অ্যাপ ব্যবহার করা লাগে। যেটাতে আবার Battery Optimization এর অনুমতি দিতে হয়।

এই ব্যাটারি অপটিমাইজেশন এর অনুমতি কোনো অ্যাপ কে দিলে সেটা বাঁধাহীন ভাবে ফোনের ব্যাটারির চার্জ খরচ করতে পারে। কারণ তখন ঐ অ্যাপ Unrestricted Mode এ চলে এবং ঐ অ্যাপ কে তখন ফোনের সিস্টেম Optimize করতে পারে না।

কিন্তু এই পোস্টে আমি বোঝানোর চেষ্টা করবো যে আপনি YouTube Vanced, Revanced + MicroG ব্যবহার না করেই কিভাবে বিজ্ঞাপন মুক্ত বা অ্যাডস বিহীন ইউটিউব ভিডিও দেখতে পারবেন হাই কোয়ালিটি তে, ব্যাকগ্রাউন্ডের প্লে করা, পপ আপ মোড সহ আরো কিছু ফিচারস ব্যবহার করতে পারবেন।

এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে PopTube

Poptube সম্পর্কে বিস্তারিত:


 Poptube হলো একটি মোবাইল অ্যাপ যা আপনার মিউজিক বা ভিডিও দেখার User Experience কে আরও ভালো করে তোলে। এই অ্যাপটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বিজ্ঞাপন মুক্ত/অ্যাডস বিহীন ভিডিও দেখা।

এর মানে হলো, আপনি আপনার পছন্দের ভিডিও কোনো প্রকার বিজ্ঞাপন বিরতি ছাড়াই উপভোগ করতে পারবেন।

Poptube এর কিছু ব্যবহার উপযোগী বৈশিষ্ট্য:

★ বিজ্ঞাপনমুক্ত ভিডিও: কোনো বিরক্তিকর বিজ্ঞাপন নেই, শুধু মিউজিক।
★ হাই কোয়ালিটির ভিডিও: আপনি আপনার পছন্দের রেজ্যুলেশনে ভিডিও দেখতে পারবেন এবং প্রয়োজনীয় টুলস‌ও পাবেন।

★ Floating Player বা On top: অন্য অ্যাপ ব্যবহার করার সময়ও ভিডিও দেখতে পারবেন।
★ পডকাস্ট এবং টক শো: মিউজিকের পাশাপাশি পডকাস্ট এবং টক শোও শুনতে পারবেন।
★ Personalized Suggestions: আপনার পছন্দের ভিত্তিতে নতুন গান এবং ভিডিও এর সাজেশন পাবেন।

এছাড়াও আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন। অন্য অ্যাপ ব্যবহার করার সময়ও মিউজিক শুনতে পারবেন এটার Audio Mode ব্যবহার করে।

PopTube এর একটি কমতি আমার চোখে পড়েছে তা হলো আপনি এখানে ইন-বিল্ড ডাউনলোড অপশন পাবেন না।

শেষ কথা:

Poptube হলো একটি দারুণ অ্যাপ যার মাধ্যমে আপনি বিজ্ঞাপনমুক্ত মিউজিক ভিডিও উপভোগ করতে পারবেন। যদি আপনি মিউজিক ভালোবাসেন এবং বিজ্ঞাপনের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে Poptube আপনার জন্য ভালো হবে।

PopTube অ্যাপের ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে: ↓


°°°
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂


The post অ্যাডস ফ্রী হাই কোয়ালিটি তে ইউটিউব ভিডিও সাথে Audio এবং On Top মোড [Updated 2024] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/idhEV7g
إرسال تعليق (0)
أحدث أقدم