Android মোবাইল কে কম্পিউটারের WebCam হিসেবে ব্যবহার করুন

দৈনন্দিন জীবনে যারা ডেক্সটপ অথবা ল্যাপটপ ব্যবহার করেন তাদের অনেকেই ভিডিও কল অনলাইন মিটিং অনলাইন ক্লাস ইত্যাদিতে অংশগ্রহণ করে থাকেন। এক্ষেত্রে ডেক্সটপ বা ল্যাপটপে একটি ভালো মানের ওয়েব ক্যামেরা প্রয়োজন হয়।

সাধারণত WebCAM গুলো অনেক দামের হয়ে থাকে এবং ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো হয় না ।

আজকে আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা কে আপনার কম্পিউটারের WebCam হিসেবে ব্যবহার করতে পারবেন।

 

প্রাথমিক প্রস্তুতি

1. Application Name: DroidCam WebCam (Classic)

Size: 9MB only

Install from Playstore- Click Here

2. DroidCam PC Client

Size: 16MB

Install from Official Website- Click Here

উপরের সফটওয়্যার দুটি আপনার Android এবং PC তে ইনস্টল করে নিন।


 

সেট-আপ পদ্ধতি

  1.  প্রথমে Android application টি ওপেন করুন, অতঃপর নিচের স্ক্রিনশটের মত করে আপনার ক্যামেরা সিলেক্ট করে নিন।

  2. Android এর পর এবার PC Client Open করুন। ওপেন করার পর আপনি দু’ভাবে কানেক্ট করতে পারেন USB method or WIFI Method. যদি Stable কানেকশন চান সেক্ষেত্রে USB method ট্রাই করতে পারেন।
  3. ব্যস এবার যেকোনো ভিডিও কনফারেন্সের সময় Camera Source এ Droidcam Select করে ক্লিয়ার ভিডিও কল উপভোগ করুন।


সম্পূর্ণ ব্লগটি পড়ার জন্যে ধন্যবাদ
যে কোনো মতামত জানান কমেন্টের মাধ্যমে


The post Android মোবাইল কে কম্পিউটারের WebCam হিসেবে ব্যবহার করুন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/kDGrlPc
إرسال تعليق (0)
أحدث أقدم