কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপের ক্যামেরা হ্যাক হয়েছে কিনা?

 বর্তমান বিশ্বে ল্যাপটপ বা কম্পিউটার একটি অন্যতম প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে । পড়াশোনার ক্ষেত্রেই হোক আর অফিসের কাজেই হোক কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে এই যুগে।  কম্পিউটারের প্রয়োজনের কারণে অনেকের ঘরের বাইরে কম্পিউটার দরকার হয়।  কিন্তু যেহেতু ডেস্কটপ কম্পিউটার ঘরের বাইরে নেওয়া সম্ভব নয় তাই এই ক্ষেত্রে ল্যাপটপ অনেক জনপ্রিয়।  কারণ ডেক্সটপে তুলনায় ল্যাপটপ অনেক হালকা হয় এবং সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। 

 তবে  এটি যেমন আপনার প্রয়োজনে আপনাকে সাহায্য করে তেমনি আপনাকে আপনার অজান্তেই বিপদে ফেলতে পারে।  তথ্যপ্রযুক্তি দুনিয়াতে যেমন হাতের মুঠোয় নিয়ে চলে এসেছে তেমনি মানুষের  সিকিউরিটিকে আরো হুমকির মুখে ফেলে দিয়েছে।   তাই তথ্য প্রযুক্তির যুগে যদি সতর্ক না হয়ে চলাফেরা করা হয় তাহলে নিমেষেই আপনার প্রাইভেসি অন্যের হাতে চলে যেতে পারে।  অন্যান্য ডিভাইসের মতোই ল্যাপটপেও হ্যাকিং এর অনেক সম্ভাবনা রয়েছে।  আর যেহেতু এটা ঘরের বাইরে নেওয়া যায় তাই বিভিন্নভাবে আপনার অজান্তেই হ্যাক হয়ে যেতে পারে।  আবার হ্যাকাররা কোনোমতে যদি আপনার ল্যাপটপে থাকা ওয়েবক্যামটি হ্যাক করে ফেলে তাহলে তারা খুব সহজেই আপনার ওপর নজরদারি রাখতে পারবে।  তাই যদি আপনি একটু সতর্ক হয়ে চলাফেরা করে বা খেয়াল করেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কেউ আপনাকে ওয়েব ক্যামের মাধ্যমে নজরদারিতে রাখছে কিনা! 

 

*# ল্যাপটপের ওয়েবক্যাম হ্যাক হওয়ার ক্ষেত্রে অনেক সময় মেলওয়ার ভাইরাস ভূমিকা রাখে।  আবার যখন আমরা ভিডিও কলিং কিম্বা লাইভ স্ট্রিম করি তারপরে ল্যাপটপের ক্যামেরা অন থাকলে এই মেইল এর ভাইরাস গুলা আপনার কম্পিউটারে ঢুকে যেতে পারে।  বিশেষ করে যারা ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং ভিডিও গেমিং করে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।  তাই এ বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। 

*# কোন সময়ই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে কোন কাজ করা হচ্ছে না  কিংবা আপনার কম্পিউটারে কোন সফটওয়্যার চালু করা নেই তারপরও আপনার ওয়েব ক্যামেরার পাশে থাকা আলোটি জ্বলছে তাহলে বুঝতে হবে যে আপনার ওয়েব ক্যাম্পটি চালু আছে।  আর এমন ক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ওয়েবক্যাম অন্যের দখলে থাকার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে। 

 

*# আবার আপনি যদি দেখেন সাম্প্রতিক সময়ে আপনার ল্যাপটপে কিংবা কম্পিউটারে অনেক বেশি পরিমাণে নতুন নতুন ফাইল আসা শুরু করেছে অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড হওয়ার জন্য পারমিশন চাচ্ছে কিংবা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল হওয়ার জন্য পপ-আপ উইন্ডো আপনার সামনে আসছে তাহলে বুঝতে হবে যে আপনার কম্পিউটারের ল্যাপটপে ভাইরাস প্রবেশ করেছে।  আর এসব ক্ষেত্রে ওয়েবক্যাম অন্যের হাতে থাকার সম্ভাবনা বেশি থাকে। 

 

উপরের ঐ কারণগুলো যদি আপনার ল্যাপটপে ঘটে থাকে তাহলে আপনাকে অবশ্যই এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করে রাখতে হবে।  আর অফিসের বিভিন্ন কাজে ওয়েবক্যাম এর ব্যবহার কমিয়ে আনতে হবে।  আর  আমি বারবার আপনাদের ওয়েবক্যাম হ্যাকিং এর কথা কি কারণে বলছি তার পেছনে একটা কারণ আছে।  কারণটি হলো কোন হ্যাকার যদি আপনার তথ্য চুরি করতে চাই তাহলে সে প্রথমে আপনার উপরেই অযতদারি রাখার চেষ্টা করবে।  আর তার জন্য তার সব থেকে বড় অস্ত্র হলো আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ক্যামেরাটি কে সে তার নিজের দখলে রাখবে।  তাই যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ক্যাম অন্যের দখলে চলে যাই তাহলে সেই ব্যক্তি খুব সহজেই আপনার তথ্য চুরি করতে পারবে।  তাই অবশ্যই উপরের কারণগুলো যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে একটু সতর্কতা অবলম্বন করুন।  আর পোস্টটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং ট্রিকবিডের সাথেই থাকুন।  ধন্যবাদ।  

🎉 প্রশ্ন-উত্তর করে ইনকাম 🎉

প্রশ্ন-উত্তর করে ইনকাম করার জন্য ভিজিট করুণ
WWW.EASYANSWER.TOP

✅ প্রশ্ন-উত্তর করার পূর্বে অবশ্যই এই পোস্টটি পড়ুন।

🔥৫০০ পয়েন্ট = (৫০ টাকা)🔥

তাই দেরি না করে এখনই ভিজিট করুন Easyanswer🚀

#  Visit: Easyanswer 

The post কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপের ক্যামেরা হ্যাক হয়েছে কিনা? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/SavL7EQ
إرسال تعليق (0)
أحدث أقدم