আসসালামু আলাইকুম
আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম। সামনেই পবিত্র ঈদ – উল ফিতর। তো ইতিমধ্যই অনেকেই কেনাকাটা শুরু করেছেন হয়তো বা। তো আপনাদের ঈদের কেনাকাটার মধ্য যদি কম দামে বেটার কিছু এড হয় তাহলে নিশ্চয়ই মন্দ হবে না। আমাদের সকলেরই কিন্তু একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করার ইচ্ছা থাকে। কিন্তু এটার উচ্চদামের জন্য অনেকেরই কিন্তু এই স্মার্ট ওয়াচ কেনা হয়ে ওঠে না তেমন একটা।
তবে যদি মাত্র ৫৮০ টাকায় একটা স্মার্ট ওয়াচ কেনা যায় তাহলে আশা করি সেটা মন্দ অফার মটেও হবে না। তো আজকে আপনাদের জন্য এমনই একটা স্মার্ট ওয়াচ এর রিভিউ নিয়ে আসলাম। যদি রিভিউ দেখে ভালো লাগে তাহলে এটা কিনবেন।
T900 Ultra 2
আজকে আমি যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেটা হলো T900 Ultra 2 স্মার্ট ওয়াচ নিয়ে। এই স্মার্ট ওয়াচটি কম দামে বেশ ভালো একটি চয়েজ। এটা আপনারা মাত্র ৫৮০ টাকায় কিনতে পারবেন। কোনো এক্সট্রা খরচ করতে হবে না। নিচে এই স্মার্ট ওয়াচ এর কয়েকটি ছবি দেখে নিন।
![]() |
|
![]() |
![]() |
T900 Ultra 2 স্পেসিফিকশন
এই স্মার্ট ওয়াচ এর ছবি দেখার পাশাপাশি এর স্পেসিফিকশন গুলো জেনে নেওয়া জরুরি আপনাদের। তো এখন আমি সেটাই আপনাদের জানাবো।
T900 Ultra 2 স্মার্ট ওয়াচের ডিসপ্লে সাইজ হলো ২.১৯ ইঞ্চি এবং ডিসপ্লে TFT এর একটি ডিসপ্লে। এর ডিসপ্লের উপরে আগে থেকেই একটা প্রটেকশন কভার দেওয়া আছে। যদিও নরমাল একটা প্রটেকশন তবে এটা আপনার ঘড়ির মূল স্ক্রিনকে স্ক্র্যাচ এর হাত থেকে বাচাবে। এই ঘড়ির ডিসপ্লে যদি পিক্সেলে হিসাব করি তবে সেটা হবে ২৪০×২৮০ পিক্সেল।
T900 Ultra 2 এর বডি স্ক্রিন Alloy এর তৈরি যা বেশ শক্ত-পোক্ত বলতে পারেন। মানে হাত থেকে পড়ে গেলে বডি কেস টা ভাঙার তেমন একটা চান্স নেই। তবে অনেক বেশি উচু থেকে পড়লে সেটা বলা যায় না কি হবে। এবং এর বেল্ট রাবারের তৈরি। এর কয়েকটা টা কালার আছে ওরেঞ্জ, কালো, সিলভার, সাদা ইত্যাদি।
এই ঘড়িতে কোনো ক্যামেরা নেই। তবে মোবাইলের সাথে কানেক্ট করে মোবাইলের ক্যামেরাকে এই ঘড়ি দিয়ে কন্ট্রোল করতে পারবেন।
এতে চার্জিং সিস্টেম হিসেবে পাবেন ম্যাগ্নেটিক চার্জিং সিস্টেম। যেটা বেশ ফাস্টই বলা যায়। এটা একবার ফুল চার্জ করে নিলে শুধু টাইম দেখার জন্য ইউজ করলে অনাযাসে ৩-৪ দিন ব্যাক আপ পাবেন। তবে যদি অন্যান্য ফিচার ইউজ করেন তবে দিনশেষে একবার করে চার্জ করতে হবে।
T900 Ultra 2 ঘড়ির ফিচারস
এই ঘড়িতে বেশ ভালো ভালো ফিচার পাবেন আপনারা। যেমন ঘড়িতে আপনারা এপ কিভাবে সাজিয়ে রাখবেন তার জন্য কয়েকটা স্টাইল পাবেন। আবার ব্লাড প্রেসার, ব্লড অক্সিজেন, হার্ট রেট, স্লিপ মনিটারিং মাপতে পারবেন। (যদিও এগুলো একদম একুরেট দিবে না তবে কাছাকাছি যায়)
এই ঘড়িতে একটি গেম ও রয়েছে, যেটা আমরা আগে মোবাইলে গ্যালাক্সি ওরিয়র গেমটা খেলতাম সেটা। এই ঘড়িকে মোবাইলের সাথে কানেক্ট করে নিয়ে ঘড়ির হোম স্ক্রিনে ১ টা কাস্টম ওয়ালপেপার এড করতে পারবেন। এবং কাস্টম ১ টা ছাড়াও সাথে আরো ৪-৫ টি ওয়ালপেপার ডিফল্ট ভাবে সেইভ থাকবে।
এছাড়াও মোবাইলের সাথে কানেক্ট করে ঘড়ির মাধ্যমে কল করতে পারবেন, ঘড়ির মাধ্যমে কল রিসিভ ও কথা বলতে পারবেন। আবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ফোনে আসা মেসেজ গুলো এই ঘড়ি থেকেই দেখতে পারবেন। তবে রিপ্লে দিতে পারবেন না। এই ঘড়িতে কোনো সিম ব্যবহার করতে পারবেন না।
আবার এই ঘড়ি দিয়ে দিনে কতটুকু হাটলেন বা কত স্টেপ হাটলেন তা দেখতে পাবেন। ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপ ওয়াচ ও থাকছে এই ঘড়িতে।
T900 Ultra 2 ফোনের সাথে কানেক্ট করবো কিভাবে
এই ঘড়িটা ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনাদের একটি এপ ইন্সটল করতে হবে ফোনে। তো এই ঘড়িতে ২ টা এপ দ্বারা কন্ট্রোল করা যায়। তবে কোন এপ কোন ঘড়িতে কানেক্ট করা যায় তা বলা মুশকিল। তাই ঘড়িতে থাকা QR কোডটা স্ক্যান করলেই সেই এপ ডাউনলোড করা যাবে যেটা দ্বারা ঘড়ির সাথে ফোনকে কানেক্ট করা যাবে। তো ঘড়িতে থাকা ঐ এপ এর QR কোড বের করার জন্য ঘড়িতে থাকা একটা এপ ওপেন করতে হবে। নিচের ছবিতে সেই এপ এর লোগো দেখানো হয়েছে। সেখানে ক্লিক করলেই QR কোড শো করবে যা স্ক্যান করলে প্লে স্টোরে থাকা এপ এর কাছে নিয়ে যাবে।
T900 Ultra 2 কিনবো কিভাবে
দেখুন এই স্মার্ট ওয়াচ যখন বাংলাদেশে প্রথম বের হয় তখন এটার প্রাইস প্রায় ১৫০০+ টাকা ছিলো। তবে এখন প্রাইস মোটামুটি অনেক কম। তবে আমি যে স্মার্ট ওয়াচ কিনেছি সেটা দারাজ 11.11 অফার থেকে কেনা। তখন মাত্র ৪৯৯ টাকায় এই ঘড়িটা অফারে ছিলো। এখন এটার প্রাইস দারাজে ৫৭৯ টাকা। এটার দাম বাড়তে দেখে ভাবলাম আর বেশি না বাড়ার আগেই আপনাদের সাথে শেয়ার করা উচিত।
আমি এখনে দারাজের বা দারাজের কোনো স্টলের প্রমোশন করছি না। তবে দারাজে এটার প্রাইস অনেক কম বিধায় দারাজ থেকে কেনার জন্য সাজেস্ট করবো। কেননা অফলাইন মার্কেটে এটার প্রাইস কেমন সেটা আমি সঠিক জানি না। কেউ জানলে কাইন্ডলি কমেন্টে জানাই দিয়েন। আর দারাজের যে স্টল থেকে আমি এই ঘড়ি কিনেছি তার লিংক নিচে দিলাম।
Buy Watch: T900 Ultra 2 (Daraz)
আগেই বলেছি আমি এই দারাজের স্টলের প্রমোশন করছি না। তবে আমি এই স্টল থেকেই কিনেছিলাম এবং ভালো প্রোডাক্ট পাইছি তাই আপনাদের এটার লিংক দিয়েছি। আপনাদের অন্য চেনা স্টল থাকলে সেটা থেকেও কিনতে পারেন সমস্যা নাই। দারাজে প্রায় সব স্টলেই বর্তমানে এটার প্রাইস ৬০০ এর আশে পাশে।
এছাড়াও ফেসবুকেও অনেক পেজে এটা সেল হয়। চাইলে ফেসবুক থেকেও কিনতে পারেন। কারণ তাদের সাথে চ্যাট করাটা ইজি হয় দারাজের থেকে। দারাজে সব সময় অনলাইন থাকে না অনেকে। আর দারাজের পণ্যতে অনেক সময় সমস্যা হয় এটা আমরা অনেকে জানি। তাই প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নিবেন আর প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে টাকা দিবেন। আর ভুলেও আগে টাকা পেমেন্ট করবেন না সেটা হোক দারাজ থেকে বা ফেসবুক থেকে। আর অফলাইন মার্কেটে যদি এটার দাম কম থাকে তাহলে চেষ্টা করবেন অফলাইন মার্কেট থেকেই কেনার জন্য। কারণ দারাজ বা অনলাইন প্রোডাক্ট কেমন তা হয়তো আপনারা আমার থেকেই ভালোই জানেন। তাই অনলাইন থেকে নিলে একটু ভালোভাবে চেক করে নিবেন।
T900 Ultra 2 ব্যবহারে আমার নিজের এক্সপেরিয়েন্স
আমি এটা কিনেছিলাম দারাজের ১১.১১ অফার থেকে। অর্থাৎ বর্তমানে প্রায় ৪ মাস এর মতো হয়ে গেছে। মোটামুটি আপনারা যদি নরমার ক্যাজুয়াল ঘড়ি পরে পরে একটু বোরিং ফিল করেন আর কমদামে একটা বেটার স্মার্ট ওয়াচ চান তাহলে এটা কিনতে পারেন। আমি গত ৪ মাসে কোনো সমস্যা পাই নি এটা থেকে। একবার রাস্তার পাশে জমা পানিতে পড়ে গেছিলো। পরে তুলে ভালো করে মুছার পরেও কোনো সমস্যা পাই নি। মানে হালকা পানি লাগলে তেমন সমস্যা হবে না। তাই বলে পানিতে ডুবাই রেখে চেক করতে যাইয়েন না।
আর এটার স্ক্রিনে পাতলা নরমাল একটা স্ক্রিন প্রটেকটর আছে যাতে হালকা স্ক্র্যাচ পড়েছে তবে স্ক্রিনে কোনো সমস্যা হয় নি। অভারওল বলতে গেলে এখনও ঠিকই আছে।
শেষ কথা
তো আজকের পোষ্ট এই পর্যন্তই। যদি ঘড়িটি ভালো লাগে তাহলে এটা কিনতে পারেন। জানি না ভবিষ্যতে এটার দাম বাড়বে কি না। তবে কম থাকতে থাকতে কিনে নেওয়াটা বেটার। অন্তত যারা কিনতে চান তাদের জন্য। আর এই ঘড়ি নিয়ে কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। আল্লাহ হাফেজ।
The post মাত্র ৫৮০ টাকায় কিনুন T900 Ultra 2 স্মার্ট ওয়াচ!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/XS8AfYu