Whatsapp এর view once mode ছবি সেভ করবেন যেভাবে (2 টি ডিভাইস লাগবে setup এ)

ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম

আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ট্রিকস নিয়ে। আপনারা যারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ব্যবহার করেন আপনাদের যারা view once mode দিয়ে ছবি পাঠায় সেগুলো আপনারা সেভ করে রাখতে পারেন না। ব্যাপারটা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। আজকে দেখাবো এটি কিভাবে বাইপাস করবেন।

যখন কেউ view once mode দিয়ে ছবি পাঠায় সেটি সেভ করা কখনো কখনো দরকার হতে পারে। সেটির জন্য‌ই আজকের ট্রিকস। এই পোস্টে দেখাবো কিভাবে view once mode ছবি আপনার মোবাইলে সেভ করে রাখবেন।

এরজন্য দরকার হবে Virtual master app টি(সেকেন্ডারি ডিভাইসে)


অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপটি প্লে স্টোর‌ থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক
এখানে ক্লিক করূন

অ্যাপটি ইনস্টল করার পর + চিহ্ন থেকে create vm এ ক্লিক করবেন।

এখানে android system হিসেবে 7.1 ক্লিক করবেন।

এরপর এখান থেকে start vm এ ক্লিক করবেন। এরপর সেটি লোড হতে শুরু করবে। Time লাগবে একটু।



এরপর mini ball এ ক্লিক করবেন। Mini ball inside সিটিংস অফ করবেন।


এখানে add apps এ ক্লিক করে whatsapp+ telegram ইম্পোর্ট করে নিবেন।

এখান থেকে whatsapp অপেন করে নিবেন। আপনার প্রাইমারি ডিভাইস দিয়ে scan করে লিংক করে নিবেন।তারপর আপনার আইডিতে লগ‌ইন করবেন সেকেন্ডারি ডিভাইসে।

ব্যস কাজ শেষ

এখন কেউ যদি ওয়ানটাইম ছবি পাঠায় তাহলে আপনি সেটির screenshot নিয়ে সেভ করতে পারবেন।
তবে অবশ্য‌ই সেটি virtual master WhatsApp দিয়ে অপেন করে স্ক্রিনশট নিতে হবে।
যেটি নরমাল whatsapp এ হয়না 😂
নোট: কেবলমাত্র সেটাপ এর সময় দুটি ডিভাইস লাগবে স্ক্যান এর জন্য। পরবর্তীতে সেটির আর প্রয়োজন হবে না। তবে virtual master এর‌ ডাটা ক্লিয়ার করা থেকে বিরত থাকতে হবে। Force stop দেয়া যাবে।

কেই বিভ্রান্ত হবেন না



আপনার ফোনের widget change বা ফোন format/reset হয়ে যাবে না।

যেকোন পর্যায়ে দুইবার swipe up/ swipe down করলে exit হবার বাটন গুলো পেয়ে যাবেন।

তো আজ এই পর্যন্তই
আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো এক টিউটোরিয়াল নিয়ে। ট্রিকবিডিতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।

The post Whatsapp এর view once mode ছবি সেভ করবেন যেভাবে (2 টি ডিভাইস লাগবে setup এ) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/P4WTGK7
إرسال تعليق (0)
أحدث أقدم