ডাউনলোড করে নিন জনপ্রিয় হাদিস “সহিহ বুখারী শরীফ” এর সম্পূর্ণ খন্ড আকারে!!!! মুসলিম ভাইদের উপকারে আসবে!!

আসসালামু আলাইকুম

হাদিস  ( আরবি:  الحديث‎‎) হলো মূলত ইসলামের শেষ বাণীবাহকের বাণী ও জীবনাচরণ। হাদিসের উপদেশ মুসলমানদের জীবনাচরণ ও ব্যবহারবিধির অন্যতম পথনির্দেশ।  কুরআন ইসলামের মৌলিক গ্রন্থ এবং হাদিসকে অনেক সময় তার ব্যাখ্যা হিসেবেও অভিহিত করা হয়। হাদিস বিষয়ে পণ্ডিত ব্যক্তিকে মুহাদ্দিস বলা হয়।

সাহাবীগণ ইসলামের সর্বশেষ নবীর কথা ও কাজের বিবরণ অত্যন্ত আগ্রহ সহকারে স্মরণ রাখতেন। আবার কেউ কেউ তার অনুমতি সাপেক্ষে কিছু কিছু হাদীস লিখে রাখতেন। এভাবে তার জীবদ্দশায় স্মৃতিপটে মুখস্ত করে রাখার সাথে সাথে কিছু হাদীস লিখিত আকারে লিপিবদ্ধ ছিল। হযরত আলী, হযরত আবদুল্লাহ ইবনে ওমর, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হযরত আনাস ইবনে মালিক প্রমুখ সাহাবীগণ কিছু কিছু হাদীস লিপিবদ্ধ করে রাখতেন। হযরত আবূ হুরায়রা বলেন, “আবদুল্লাহ ইবনে আমর ব্যতীত আর কোন সাহাবী আমার অপেক্ষা অধিক হাদীস জানতেননা। কারণ, তিনি হাদীস লিখে রাখতেন আর আমি লিখতাম না।” নবীর জীবদ্দশায় ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক বহু কাজকর্ম লিখিতভাবে সম্পাদনা করা হতো। 

এইতো গেলো হাদিস -এর ইতিহাস। এইবার আসি মূল কথায়। যেহেতু এই ব্লগটি হাদিস সম্পর্কিত তাই আমি মনে করি, সকলের নিকট হাদিসসমূহ পড়ে নেওয়া দরকার। আপাতত এই পোস্টে আমি সহিহ বুখারি শরিফ এর সম্পূর্ন ১০ টি খন্ডের স্ক্যানকৃত পিডিএফ এর ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। পরবর্তীতে অন্যান্য হাদিস শরীফ সমূহের ডাউলোড লিংক সংগ্রহ করে পোস্ট করে দিবো। আপনারা সকলে ডাউনলোড করে নিবেন। শুধু ডাউনলোড নয়, অবশ্যই পড়বেন। এটা আপনাদের নিকট আমার আকুল আবেদন।

(পিডিএফ ফাইল পড়ার জন্য ব্যবহার করুন: Adobe Reader)

সহিহ বুখারী শরীফ
সহিহ বুখারী শরীফ ১ম খন্ড
সহিহ বুখারী শরীফ ২য় খন্ড
সহিহ বুখারী শরীফ ৩য় খন্ড
সহিহ বুখারী শরীফ ৪র্থ খন্ড

সহিহ বুখারী শরীফ ৫ম খন্ড

সহিহ বুখারী শরীফ ৬ষ্ট খন্ড

সহিহ বুখারী শরিফ ৭ম খন্ড

সহিহ বুখারী শরীফ ৮ম খন্ড

সহিহ বুখারী শরীফ ৯ম খন্ড
সহিহ বুখারী শরীফ ১০ম এবং শেষ খন্ড

ধন্যবাদ সকলকে।
ফেসবুকে আমি তুশান আফনান
চাইলে ঘুরে আসতে পারেন, আমার ইসলামিক ব্লগে।

আল্লাহ হাফিজ

The post ডাউনলোড করে নিন জনপ্রিয় হাদিস “সহিহ বুখারী শরীফ” এর সম্পূর্ণ খন্ড আকারে!!!! মুসলিম ভাইদের উপকারে আসবে!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2Ck0CKR
إرسال تعليق (0)
أحدث أقدم