আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন। কেননা ট্রিকবিডির সাথে থাকলে কেউ তেমন একটা খারাপ থাকেনা।
যাক সরাসরি কাজের কথায় চলে আসি।
আমরা অনেকেই হ্যাকার হতে চাই। হ্যাক করতে চাই শত্রুর ওয়েবসাইট কিংবা বের করতে চাই নিজের কোনো প্রজেক্টের ত্রুটি। বানাতে চাই দারুন দারুন সব অ্যাপলিকেশন। কিন্তু চাইলে কি আর সব পারা যায়?
তার জন্য যে শেখা লাগবে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে বিভিন্ন অ্যাপসের কাঠামো গঠন থেকে শুরু করে পূর্ণাঙ্গ একটি অ্যাপলিকেশন তৈরি করা সম্ভব। কিংবা স্ক্রিপ্ট লিখে বিভিন্ন প্রজেক্টের ত্রুটি নির্ণয় করা সম্ভব।
“সি ” তেমনই একটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ। “সি” হলো উচ্চস্তরের ভাষা। সকল প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মধ্যে “সি” / “সি++” হলো বেস ল্যাঙ্গুয়েজ বা ভিত্তি ল্যাঙ্গুয়েজ। জেনে রাখা দরকার যে, মাইক্রোসফট কোম্পানীর বেশিরভাগ অ্যাপলিকেশন কিন্তু “সি” ভাষা ব্যবহার করে তৈরি করা হইয়েছে।
তোহ যাক সে ব্যাপার। প্রোগ্রামিং নিয়ে আলোচনা করলে বিশাল একটা বই লেখা হইয়ে যাবে।
আমরা ফিরে যায় আমাদের আসল কথায়।
আজ আপনাদের মাঝে শেয়ার করবো এমন একটি অ্যাপলিকেশন, যার সাহায্যে আপনি চাইলে আপনার তৈরি “সি” প্রোগ্রামের কোডিংটি কম্পাইল কিংবা রান করাতে পারবেন।
অ্যাপটির মূল্য প্লে-স্টোরে বাংলাদেশি টাকায় ৩২০ টাকা হলেও আপনাদের জন্য অ্যাপটি ফ্রিতেই শেয়ার করছি।
আশা করি, অনেক নবিন প্রোগ্রামার – এইচএসসি পরীক্ষার্থী ভাইগণ উপকৃত হবেন।
কেননা আমাদের এইচএসসির আইসিটি সিলেবাসে বাধ্যতামূলক ভাবে “সি প্রোগ্রামিং” রাখা হইয়েছে। এটি থেকে ২ টি শিউর প্রশ্ন আসেই পরীক্ষাতে। যার দরুণ এটি শিখে রাখা উত্তম। আর শিখলে কি আর সব হয় যদি না প্র্যাক্টিকেলি এর ব্যবহার না করা যায়?
এই কম্পাইলার অ্যাপের সাহায্যে এইচএসসি পরীক্ষার্থীগণ কিংবা নতুন প্রোগ্রামারগণ চাইলে কাঙখিত কোডটি কম্পাইল করে ভুল-ত্রুটি খুঁজে বের করতে সক্ষম হবেন। সাথে কোড রান করাতেও পারবেন।
তাই এক্ষুনি ডাউনলোড করে নিন C4droid
প্লে স্টোরে অ্যাপের ডিস্ক্রিপশনঃ
The most powerful and user-friendly C/C++ compiler & IDE on Google Play
C4droid is the most powerful C/C++ IDE + C/C++ compiler for Android.
Features:
• Offline C/C++ compiler: create your own applications on Android device and run them even without Internet access
• Qt, SDL, SDL2, Allegro, SFML, FLTK and NativeActivity support for graphics
• Export & share your programs as APK or binaries
• Debugger with breakpoints and watches
• CMake and Makefile support: use the same build scripts as on your PC (BusyBox is included)
• Source code editor with syntax highlighting, tabs, code completion, code formatting, file association and undo/redo
• No root required (but C4droid can use it for your programs if you want)
• Full ANSI C and ISO C99 support with TCC (Tiny C Compiler) + musl libc
• Fully-functional C++ compiler, complete C++11 support with GCC
• Git integration
• Customizable GUI, choose where to place tabs and buttons by yourself, themes are also supported
• Semi-automatic open-source library porting feature for enhanced programming & education
আজ এতটুকুই।
খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো অন্য কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকুন, আল্লাহ হাফিজ।
ফেসবুকে আমি তুশান আফনান
The post (H.S.C পরীক্ষার্থীদের জন্য দরকারী) নিয়ে নিন দারুন একটা পেইড “সি প্রোগ্রাম” ল্যাঙ্গুয়েজ কম্পাইলার!! এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই দরকারী!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2CalLqT